
প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত)
আসসালামু ওলাইকুম ওযা রাহমাতুল্লাহ,
সকল প্রশংসা মহান আল্লহ রাব্বুল আলামিনের যিনি আমাদের সৃিষ্টি করেছেন এবং শিক্ষা দিয়েছেন। প্রিয় সুধী, আপনাদের একটি বিষয় জানা আছে এদেশে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি সাধারন শিক্ষা এবং অন্যটি মাদ্রাসা শিক্ষা। সাধারন শিক্ষা ব্যবস্থা দুনিয়ামুখি আর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুনিয়াবী বিষয়কে অবলম্ভন করে হলেও তা আখেরাতমুখি।
দুনিয়া আমাদের স্থায়ী নিবাস নয় আমাদের অবশ্যই মৃত্যু বরন করতে হবে। তাই পরকালীন সম্ভল অর্জন করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবী দ্রুত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে আর তথ্য প্রযুক্তিতে লাভ করছে আকাশছোয়া সাফল্য। বর্তমানে এ শিক্ষাকে এড়িয়ে চলার উপায় নেই। সময়ের চাহিদা পূরন করতে ইসলামের মূল শিক্ষার পাশাপাশি তথা জ্ঞান বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে সময়পোযোগী বর্তমান মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থা। এই শিক্ষায় শিক্ষিত কোন শিক্ষার্থীকে আগের মত বেকারত্বের অভিসাপ নিয়ে বসে থাকতে হয় না।
আমার ভাষ্য বর্তমান সরকার আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কে ঢেলে সাজিয়ে, যে আধুনিকতার ছোয়া দিয়েছেন, বৈষম্য কমিয়েছেন, তাতে আমি বর্তমান সরকারের নিকট কৃতঞ্জ ।আমার আন্তরিক চাওয়া সবাই ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে ধরিত্রী ও আখিরাত এর জন্য প্রস্তুতি গ্রহণ করবে ও উত্তরোত্তর মাদ্রাসার উন্নতি সাধন করবে। প্রযুক্তি আমাদের শিক্ষার ডানা হতে পারে যা বিশ্বকে মাদ্রাসাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবে।আল্লাহ্ হাফেজ।
শুভেচ্ছান্তে,
হারুনর রশীদ পাটোয়ারী
প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত)
ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসা।