সভাপতি

জসীম উদ্দিন গাজী

ঊনবিংশ শতাব্দীর শেষে ডাকাতিয়া নদীর কোল ঘেষে চাঁদপুর ফরিদগঞ্জের প্রত্যাশী গ্রামের ধুলিকনায় আমার বেড়ে উঠা,নীল আকাশের মাঝে স্বপ্ন আঁকতে আঁকতে বড় হওয়া। সেই স্বপ্নের প্রেষনা থেকেই ইট পাথরের শহর ঢাকায় পাড়ি জমানো। কিন্তু শিকড়ের টানে সবসময় মন পড়ে থাকে গ্রাম মায়ের উন্নয়নে। ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার উন্নয়নকল্পে কিছু পদক্ষেপ ও সহযোগিতায় অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি। প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি চাঁদপুর জেলার প্রাচুর্যময় নি:সর্গের অধিকারী ফরিদগঞ্চের অন্যতম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসা। ১৯০৬ ইং সনে প্রতিষ্ঠা লাভের পর থেকে মাদ্রাসাটি এ অঞ্চলে শিক্ষার আলোর মশাল জ্বেলে সফলভাবে মানুষকে সামাজিক কর্মকান্ড, অর্থনৈতিক মুক্তি ও সচেতনতার প্রেরণা দিয়ে শিক্ষা ও সভ্যতা বিকাশে অবদান রাখছে। মাদ্রাসাটি এতদাঞ্চলে জ্ঞান বিকাশের আলোকে আলোকিত সৎ যোগ্য আদর্শ ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়তে অগ্রণী ভুমিকা পালন করছে তা প্রশংসনীয়। সভাপতি হিসেবে অত্যন্ত আনন্দের সাথে সকলকে স্বাগত জানাই ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার ওয়েব সাইটে। বর্তমান সময়ে ইন্টারনেট বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারণাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপাত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন। একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল হালনাগাদ তথ্য খুব সহজেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা পেয়ে যাবে মুহূর্তের মধ্যে। নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিতি, এর সবকিছুই সবাই জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। হাজার হাজার শিক্ষার্থীকে উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করার বিকল্প নেই। এ প্রয়াসেই ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ওয়েবসাইটে’ যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষাকার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমরা প্রতিটি অভিভাবকের লালিত স্বপ্নের বাস্তব রূপায়নে সঠিক পদক্ষেপ গ্রহনের সাহস যোগাতে চাই. আহরহণযোগ্য বিদ্যাপীঠ হিসেবে চাঁদপুরে  ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধার পরিপূর্ণ বিকাশের এই পথ চলায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে আমি ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করি এবং সারা দেশ তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ কামনা করি। ধন্যবাদ।

জসীমউদ্দিন গাজী 
সভাপতি  
ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসা